Comments

শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০১৬

কম্পিউটারের প্রসেসর কেনার আগে কি কি বিষয় খেয়াল করবেন

প্রসেসর কম্পিউটারের অন্যতম প্রধান হার্ডওয়্যার। প্রসেসর কম্পিউটারের সকল কাজ করে থাকে। মূলত একেই CPU (Central Processing Unit) বলে। প্রসেসর নির্মাতা প্রতিষ্ঠান গুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হল Intel এবং AMD (Advanced Micro Device)। এই দুটি কোম্পানিই ভালো। তবে সবচেয়ে জনপ্রিয় এবং কিছু প্রযুক্তিগত দিক থেকে Intel এগিয়ে রয়েছে। তবে বর্তমানে AMD ও তাদের APU (acceleration processing Unit) প্রসেসরের ম্যাধ্যমে বাজারে সুলভ মূল্যে বেশ কিছু ভাল প্রসেসর এনেছে। বর্তমানে বাজারে computer and accessories বাজার দর দেখুন।
যেহেতু প্রসেসর কম্পিউটারের সকল কাজ করে থাকে এবং যার ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাই এটি কেনার সময় বিশেষ সতর্কতা নিতে হবে।
১. প্রসেসরের Clock Speed কত, সেটা লক্ষ্য করতে হবে। ক্লক স্পিড যত বেশি হবে, প্রসেসরের প্রসেসিং ক্ষমতাও তত বেশি হবে। শুধু clock speed নয়, প্রসেসরের Cache Memory (ক্যাশ মেমরি) কত তাও লক্ষ্য করতে হবে। ক্যাশ মেমরির মধ্যে প্রকারভেদ রয়েছে। এর মধ্যে সর্বাধুনিক প্রযুক্তির ক্যাশ মেমরি হল L3 Cache। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল প্রসেসরে কয়টি কোর(core) এবং কয়টি থ্রেড(thread) আছে তা খেয়াল করতে হবে। কোর এবং থ্রেড এর সংখ্যা বেশি হলে স্পিড বাড়বে। এছাড়া FSB (Front Serial Bus) এর পরিমাণ লক্ষ্য করতে হবে। FSB বেশি হলে স্পিড বেশি হবে। তাই মাদারবোর্ডের বাস স্পিডের সাথে মিল রেখে প্রসেসর কেনা উচিৎ। যদিও নতুন প্রসেসর গুলোতে FSB ব্যবহার করা হয় না। এর পরিবর্তে QPI ব্যবহৃত হয়।
২. প্রসেসরের সিরিজ কী, সেটাও খেয়াল রাখার একটি বিষয়। কারণ সিরিজ যত উন্নত হবে, প্রসেসর মান বাড়বে। Intel এর প্রথম দিককার প্রসেসর এর মধ্যে রয়েছে, Pentium Series। পরবর্তীতে ধারাবাহিকভাবে এসেছে, Celeron series, Core Series, i Series। তেমনি AMD এর প্রসেসর গুলো হল Sempron, Athlon, AMD Athlon X2, AMD Athlon II X2, AMD Phenom, AMD FX, AMD APU ইত্যাদি। তাই সবসময় নতুন সিরিজের প্রসেসর কেনা ভাল। কিন্তু প্রসেসরটি যেন আপনার মাদারবোর্ডে সমর্থন করে সে বিষয়টিও লক্ষ্য রাখতে হবে।
৩. প্রসেসরের একটি বিশেষ ফিচার হল Hyper Threading Technology। কারণ এ প্রযুক্তি Multitasking কাজ করার ক্ষেত্রে বিশেষ কার্যকরী ভুমিকা রাখে। এছাড়া Intel প্রসেসরের ক্ষেত্রে Turbo Boost Technology রয়েছে কিনা তা লক্ষ্য রাখতে হবে। এই প্রযুক্তি বিশেষ বিশেষ প্রয়োজনের সময় প্রসেসরের ক্ষমতা বৃদ্ধি করে।
৪. প্রসেসরে GPU (Graphics Processing Unit) রয়েছে কিনা তা লক্ষ্য রাখতে হবে। প্রয়োজনে অনলাইল থেকে নির্বাচিত মডেলের প্রসেসরের স্পেসিফিকেশন দেখে নিন। প্রসেসরে GPU থাকলে এবং ভালো মাদারবোর্ড ব্যবহার করলে External Graphics Card প্রয়োজন হয় না। AMD এর APU (acceleration processing Unit) প্রসেসরে আলদা Graphics Processing Unit রয়েছে। যা দিয়ে হাই ডেফিনেশন ভিডিও,গেমস ও অন্যান্য গ্রাফিকাল কাজ করা যায়।
৫. প্রসেসরেটি যে দোকান থেকে কিনছেন সেই দোকানের ক্রেতাদের কীরূপ গ্রাহক সেবা দেয় তা জেনে নেওয়া ভাল। সেক্ষেএে পরিচিত লোকদের সাহায্য নিতে পারেন। বাজারে অনেক সময় খোলা হার্ডওয়্যার পাওয়া যায়। কখনোই এগুলো কেনা উচিৎ নয়।প্রসেসর ক্রয় করার পূর্বে পূর্বোল্লিখিত লক্ষণীয় বিষয় গুলো বিবেচনায় রাখা উচিৎ।
আশা করি এই আর্টিকেলের ম্যাধ্যমে প্রসেসর ক্রয় করতে সুবিধা পাবেন। ধন্যবাদ।
Share:

সোমবার, ২৪ অক্টোবর, ২০১৬

এবার ফ্রিতে খেলুন ক্লাস অফ ক্লান (Clash of Clans)


আপনাদের মদ্ধে অনেকেই ক্লাশ অফ ক্লান খেলেন। কিন্তু এতে আপনাদের  অনেক ডাটা খরচ হয়।কিন্তু উদার মনের গ্রামিনফোন তাই আপনারা যারা coc ইউজার তারা প্রতিদিন পাবেন ফ্রি ১৫ মেগা.বাইট।
কার্জপ্রণালী:
প্লে স্টোর হতে data eye আ্যপটি ইন্সটল করুন Data connection অন রাখতে হবে তারপর offer এ গিয়ে coc daily 15 md pack offer টি claim করতে হবে। এরপর ব্যাক এ এসে একটি on/off বাটন দেখতে পাবেন,সেটি on করতে হবে।এরপর coc ফ্রি খেলুন।

Share:

মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৬

বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডে ৮৪ পদে চাকরি

পেট্রোবাংলার আওতাধীন কোম্পানি বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডে ৮৪ জনকে নিয়োগ দেওয়া হবে। মোট ২০ ধরনের পদে এ জনবল নিয়োগ দেবে কোম্পানিটি। পদগুলোর মধ্যে রয়েছে :
সহকারী ব্যবস্থাপক (সাধারণ বা নিরাপত্তা) পদে ১৮ জন, সহকারী ব্যবস্থাপক (হিসাব বা নিরীক্ষা) পদে আটজন, সহকারী ব্যবস্থাপক (মেকানিক্যাল) পদে সাতজন, সহকারী ব্যবস্থাপক (কেমিক্যাল) পদে তিনজন, সহকারী ব্যবস্থাপক (ইলেকট্রিক্যাল) পদে তিনজন, সহকারী ব্যবস্থাপক (পেট্রোলিয়াম) পদে দুজন, সহকারী ব্যবস্থাপক (সিভিল) পদে দুজন, সহকারী ব্যবস্থাপক (কম্পিউটার সায়েন্স) পদে একজন, সহকারী ব্যবস্থাপক (টেলিকম) পদে একজন, সহকারী ব্যবস্থাপক (ভূতত্ত্ব) পদে দুজন, সহকারী ব্যবস্থাপক (রসায়ন) পদে দুজন, মেডিকেল অফিসার পদে দুজন, সহকারী কর্মকর্তা (সাধারণ বা নিরাপত্তা) পদে ১০ জন, সহকারী কর্মকর্তা (হিসাব বা নিরীক্ষা) পদে ছয়জন, সহকারী কারিগরি কর্মকর্তা (মেকানিক্যাল) পদে আটজন, সহকারী কারিগরি কর্মকর্তা (কেমিক্যাল) পদে তিনজন, সহকারী কারিগরি কর্মকর্তা (ইলেকট্রিক্যাল) পদে দুজন, সহকারী কারিগরি কর্মকর্তা (সিভিল) পদে একজন, সহকারী কারিগরি কর্মকর্তা (পাওয়ার) পদে দুজন, সহকারী কারিগরি কর্মকর্তা (আর্কিটেকচার) পদে একজনকে নিয়োগ দেওয়া হবে।
ভিন্ন পদের জন্য ভিন্ন ভিন্ন শিক্ষাগত যোগ্যতার (বিজ্ঞাপনে উল্লেখিত) প্রয়োজন হবে। পদগুলোতে মর্যাদা অনুযায়ী বেতন দেওয়া হবে ২২ হাজার থেকে ৫৫ হাজার ৪৭০ টাকা পর্যন্ত ।
প্রার্থীদের বয়স ২৩ অক্টোবর-২০১৬ তারিখে ১৮ থেকে ৩০ বছর হতে হবে। তবে মুক্তিযোদ্ধা সন্তান ও প্রতিবন্ধীদের জন্য বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর।
আগ্রহী প্রার্থীরা বিজ্ঞাপনে উল্লেখিত উপায়ে আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে ৩ থেকে ২৩ অক্টোবর-২০১৬ তারিখ পর্যন্ত।
বিস্তারিত জানতে দৈনিক দি ইনডিপেনডেন্ট পত্রিকায় ২৫ সেপ্টেম্বর-২০১৬ তারিখে প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন।

Share:

এটাই কি পৃথিবীর সবচেয়ে বড় সাপ?



ব্রাজিলের একটি নির্মাণ প্রকল্পের কর্মীরা পারা প্রদেশের একটি গুহায় ৩৩ ফুট লম্বা একটি এ্যানাকোন্ডা সাপ খুঁজে পেয়েছেন - যাকে মনে করা হচ্ছে পৃথিবীর দীর্ঘতম সাপ।
গিনেস রেকর্ড বুক অনুযায়ী বন্দী অবস্থায় পৃথিবীর সবচেয়ে বড় সাপটি আছে আমেরিকার কানসাসের একটি প্রতিষ্ঠানে। মেডুসা নামের এই পাইথনটির দৈর্ঘ্য ২৫ ফুট ২ ইঞ্চি।
কিন্তু ব্রাজিলের উত্তরাঞ্চলীয় পারা প্রদেশের আলতামিরা গুহায় পাওয়া এ্যানাকেন্ডা সাপটির দৈর্ঘ্য যে আরো ৮ ফুট বেশি তাই নয়, এর ওজন হচ্ছে ৬৩ স্টোন বা ৩৭৮ কেজি।
ব্রিটেনের দৈনিক সান জানাচ্ছে, সাপটির দেহের সবচেয়ে মোটা অংশটির ব্যাস হচ্ছে প্রায় এক মিটার।
গুহাটিতে নির্মাণ কাজের জন্য নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটানোর সময় কর্মীরা সাপটি দেখতে পান। ক্রেনে করে সাপটিকে তোলা হয় এবং এর একটি ভিডিও ইউটিউবে পোস্ট করা হয়।
সাপটিকে এতে মৃত অবস্থায় দেখা গেছে। অভিযোগ করা হয়, নির্মাণকর্মীরা তাকে মেরে ফেলেছে।
তবে অন্য অনেকে বলছেন, সম্ভবত বিস্ফোরণের কারণে পাথর মাথায় পড়ে সাপটি মারা গেছে, কারণ ভিডিওতে তার মাথা থেঁতলানো দেখাচ্ছিল।
Share:

আপনার উইনডোজ ৭ কে করেফেলুন উইনডোজ ৮ ছোট একটি সফটয়ার দিয়।

আসসালামু আলাই কুম। সবাইকে আমার পক্ষ থেকে আনেক শুভেচ্ছা ও সাগ্বতম।  আমারা অনেকে আছি যারা পেনড্রাইভ দিয়ে সেভেন সেটাপ দিতে জানি কিন্তু windows 8 দিতে গেলে আনেক ঝামেলায় পড়ে যাই যেমন বিজয় সেটাপ দিতে বা অন্য সফটয়ার সেটাপ দিতে অনেক সমস্যা হয়। তাদের জন্য নিয়ে এলাম খুশির বার্তা নিচের সফটয়ার টি ডাউনলোড করুন এবং মনের মত সেটাপ দিয়ে খুশি করুন।
http://download.soft32.net/41/403475/1225917/8TP9.zip

Share:

বাজারে এল ক্রেডিট কার্ডের মত পাতলা ফোন।

ক্রেডিট কার্ডের মত পাতলা ফোন বাজারে এসেছে। যার আয়তন ও পুরুত্ব ক্রেডিট কার্ডের মত। এই ফোন আপনার মানিব্যাগ কিংবা ওয়ালেটে ক্রেডিট কার্ডের মতই রাখা যাবে। হালকা এবং পাতলা হওয়ার কারণে এই ফোন বহন করাও সহজ। পাতলা ও ছোট আকারের এই ফোনটি উৎপাদন করেছে আইকার্ড ফোন নামের একটি প্রতিষ্ঠান। ই-কর্মাস ওয়েবসাইটগুলো এই ফোনগুলো বিক্রি করছে।
I card phone


আইকার্ড ফোনের সবচেয়ে পাতলা ফোনটি হলো ৪.৮ মিলিমিটার পুরুত্বের। এটাকে বলা হচ্ছে মিনি সেল ফোন। প্রতিষ্ঠানটি দাবি করছে এটি পৃথিবীর সবচেয়ে পাতলা ও ছোট মোবাইল ফোন।

ফোনটি এমপিথ্রি প্লেয়ার হিসেবে ব্যবহার করা যাবে। এতে ভাইব্রেশন রিংটোনও আছে। সাদা রঙের এই ফোনটি জিএসএম ক্লাশ ৮৫০/৯০০/১৮০০/১৯০০ মেগাহার্টজ ব্যান্ড নেটওয়ার্ক সমর্থন করে। এটিতে ইংরেজি এবং রুশ কিবোর্ড রয়েছে। এছাড়া ফোনটি মাল্টি ল্যাংগুয়েজও সমর্থন করে।
বর্তমানে আরো বেশ কিছু প্রতিষ্ঠান এ ধরনের কার্ড মোবাইল তৈরী করেছে। যে ফোনগুলোতে বিশেষ ফিচার হিসেবে রয়েছে, ব্লুটুথ, শক ফাংশন, মেসেজ, এমপিথ্রি ফাংশন এবং এফএম রেডিও রয়েছে।
ফোন গুলোতে ব্যাটারি রয়েছে ৩২০ মিলিঅ্যাম্পায়ার আওয়ারের। ব্যাটারিতে একবার চার্জ দিলে ৪-৫ ঘণ্টা কথা বলা যাবে। অন্যদিকে এটি ৭২ ঘণ্টা পর্যন্ত একটানা স্ট্যান্ডবাই মোডে সচল থাকবে।
Share:

বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০১৬

এবার এন্ড্রোয়েড দিয়ে ইন্টারনেট থেকে আয় করুন খুব সহজে Short লিংক তৈরি করে ।

বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন । আমিও ভালো আছি ।  



ইন্টারনেটে ইনকাম করার অনেক মাধ্যম আছে, তবে ইন্টারনেটে যারা কাজ পারে না তারা বেশির ভাগই PTC সাইট এর সাথে জড়িত । আর বেশির ভাগ PTC সাইট fake . আপনার যদি ইন্টারনেটে ইনকাম করার মন মানসিকতা থাকে তবে সঠিক পথের সন্ধান করুন ।
ইন্টারনেটে আবার অনেকে আউটসোর্সিং করে, তবে আউটসোর্সিং প্রকৃত পক্ষে একটি ভালো কাজ কিন্তু এর জন্য ট্রেনিং এর প্রয়োজন । আসলে ইন্টারনেট থেকে ইনকাম করতে হলে সবদিক দিয়েই দক্ষ হতে হয় ।
আচ্ছা যাই হোক.
আজকে আমার যেই বিষয়ে টিউন করা এই বিষয়েই বলি ।
অনেকেই অনেক মাধ্যমে টাকা ইনকাম করে, তার মধ্যে short link তৈরি করে ইনকাম করাও একটি ।
মনে করুন আপনি বিভিন্ন জায়গায় লিংক শেয়ার করেন যেমন: ফেইসবুক, টুইটার, ফোরাম ইত্যাদি । যেই লিংকটি শেয়ার করেন সেটি যদি short লিংক তৈরি করে করেন তাতে সমস্যা কি ? এমনই একটি short link তৈরি করার সাইট add.ly যেখানে short link তৈরি করে অনেকে অনেক টাকা ইনকাম করে , তাইলে আপনি কেন করবেন না ।
আর কথা হলো এই সাইট অনেক দিন ধরেই টাকা দেয় তাই ধোকা খাওয়ার চান্স নেই । এখানে সর্বনিম্ন টাকা উঠানো যাবে 5$ ।
টাকা উঠা যাবে payza, PayPal, তে । আর এই সাইটে চাইলে আপনি আপনার ওয়াপসাইট যোগ করেও ইনকাম করতে পারেন । আর বন্ধুরা, সাইটটির একটি এন্ড্রোয়েড এপস ও আছে এখান থেকে এপসটি নিয়ে নিন এপস এর মাধ্যমে কাজ আরও দ্রুত করতে পারবেন ।
সাইটটি এখান থেকে রেজিসট্রেশন করুন আর বন্ধুরা, সাইটটি যেহে তু 100% পেমেন্ট দেয় অবশ্যই এখানে বিশ্বাস এর সাথে কাজ করতে পারেন ।
কোন সমস্যার জন্য আমি আপনাদের পাশে সারাক্ষন আছি ফেইসবুকে
তো বন্ধুরা আজ এখানেই শেষ করছি । আরও কিছু জানার প্রয়োজন হলে কমেন্ট করুন । আশা করি আপনার উত্তরটি পাবেন । ধন্যবাদ সবাইকে ।

Share:

বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০১৬

আপনার সিমের ডিলিট হয়ে যাওয়া নাম্বার সমুহ ফিরিয়ে আনুন খুব সহজেই আপনার পিসি বা ল্যাপটপের সাহায্যে, জেনে নিন কিভাবে ফিরিয়ে আনবেন।


আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লা্হ ,সকল ভাইবোন বন্ধুরা কেমন আছেন আ্শা রাখি মহান আল্লাহর রহমতে ভালো আছেন ।
আমিও আপনাদের সকলের দোয়ার বরকতে ভালো আছি ,আজকে মনটা ভাল তাই ল্যাপটপটা খুলে লেখতে বসলাম, চলুন কাজে ফিরি
আমরা বিভিন্ন সময়ে মোবাইল ব্যবহার করতে গিয়ে ইচ্ছে করে কিংবা ভুল করে মেসেজ অথবা সেভ করা নাম্বার ডিলেট করে ফেলি।
কিন্তু পরে দেখা যায় ডিলেট হয়ে যাওয়া ওই মেসেজ এবং নাম্বার প্রয়োজন পড়ে যায়।
তখন পরতে হয় বিড়ম্বনায়। কখনো কখনো অনেকে জরুরী কোন মেসেজ কিংবা নাম্বার ডিলেট করে খুব বিপদে পরে যায়। কারণ
এগুলো ফিরে পাওয়ার কোন পথ থাকেনা।
এখন থেকে এই বিপদ আপনি নিজে নিজেই কাটিয়ে উঠতে পারবেন। এর জন্য ছোট একটা সফটওয়্যার প্রয়োজন হবে। আপনাদের জন্য সফটওয়্যারটির ফুল ভার্সন আপলোড করেছি।

মাত্র ৪৫০ কে.বি সাইজের ছোট সফটওয়্যারটি ডাউনলোড করতে এই লিংকে গিয়ে
Data Doctor Recovery –Sim Card.zip
নামের সফটওয়্যারটি ডাউনলোড করে নিন।
এবার আনজিপ করে সফটওয়্যারটি আপনার কম্পিউটারে সেটাপ দিন। এবং রেজিষ্ট্রেশন করতে যে কোন নাম এবং ইমেইল দিয়ে টেক্সট ফাইলের মধ্যে থেকে
৪টি সিরিয়াল নাম্বারের যে কোন একটি ব্যবহার করে সফটওয়্যারটি ফুল ভার্সন করে নিন। এবার সফটওয়্যারটি সম্পর্কে একটু বলে দেই।
এই সফটওয়্যারের মাধ্যমে আপনি যে কোন দেশের সব ধরনের GSM SIM Card এর মেসেজ অথবা নাম্বার রিকভার করতে পারবেন।
ইনবক্স, আউটবক্স, ড্রাফট, সেন্ড আইটেম সকল জায়গা থেকে ডিলেট হয়ে যাওয়া মেসেজ যে সেন্ড করেছে তার নাম্বার সময়, তারিখ এবং জায়গার নামসহ
রিকভার করা যাবে।
এর মাধ্যমে সিম কার্ডের IMSI নাম্বার, ICC মোবাইল আইডেন্টিফিকেশন নাম্বার, সার্ভিস প্রোভাইডার নাম্বার এবং আরও অনেক তথ্য
জানতে পারবেন।
PC/SC অথবা Phoenix স্ট্যান্ডার্ড সিম কার্ড রিডার দিয়ে সিম কানেক্ট করে এই সফটওয়্যারটি দিয়ে কাজ
করতে পারবেন।
সফটওয়্যারটি ব্যবহার করা খুবই সহজ। এটি প্রচললিত সব ধরনের উইন্ডোজ
যেমনঃ Windows 2000, Windows 2003, Windows XP, Windows 7, Windows Vista ,Windows 8 , Windows 10 তে
সাপোর্ট করে।
মনে রাখবেন, সিম কার্ড পিসি তে কানেক্ট করে এই সফটয়্যার দিয়ে কাজ করতে হলে আপনাকে অবশ্যই PC/SC অথবা Phoenix
স্ট্যান্ডার্ড সিম কার্ড রিডার ব্যবহার করতে হবে।
ইলেক্ট্রনিক্স দোকানে গিয়ে GSM SIM Card Reader খুজলেই পাবেন। আশা করি
সবাই এখন থেকে কাজটি করতে পারবেন এবং অনেক উপকৃত হবেন।
Share:

বাংলাদেশ ন্যাশনাল আইডি কার্ড সংশোধনের জন্য যে বিষয় গুলো জানা প্রয়োজন। এখনই জেজে নিন।


প্রথমদিকে নাগরিকরা জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) গুরুত্ব সম্পর্কে খুব বেশি সচেতন ছিলেন না। কিন্তু দিন দিন নাগরিকদের কাছে এনআইডির গুরুত্ব বাড়ছে। এখন ব্যাংক হিসাব থেকে শুরু করে পাসপোর্ট, জমিজমা বিক্রি করাসহ নানা কাজে এর ব্যবহার হচ্ছে। আর এসব কাজ করতে গিয়ে দেখা যাচ্ছে অনেকের এনআইডিতেই বিভিন্ন তথ্য ভুল রয়েছে, যা সংশোধন করার প্রয়োজন পড়ছে।
এখন এনআইডির সংশোধন নিয়ে একেকজনের মনে একেক ধরনের প্রশ্ন আসে। এনআইডির কোনো তথ্য সংশোধনের জন্য কী করতে হবে এসব প্রশ্ন ও উত্তর নিচে দেওয়া হলো—
প্রশ্ন : কার্ডের তথ্য কীভাবে সংশোধন করা যায়?
উত্তর : এনআইডি রেজিস্ট্রেশন উইং/উপজেলা/থানা/জেলা নির্বাচন অফিসে ভুল তথ্য সংশোধনের জন্য আবেদন করতে হবে। সংশোধনের পক্ষে পর্যাপ্ত উপযুক্ত দলিলাদি আবেদনের সঙ্গে সংযুক্ত করতে হবে।
প্রশ্ন : কার্ডে কোনো সংশোধন করা হলে তার কি কোনো রেকর্ড রাখা হবে?
উত্তর : সকল সংশোধনের রেকর্ড সেন্ট্রাল ডাটাবেজে সংরক্ষিত থাকে।
প্রশ্ন : ভুলক্রমে পিতা/স্বামী/মাতাকে মৃত হিসেবে উল্লেখ করা হলে সংশোধনের জন্য কী কী সনদ দাখিল করতে হবে?
উত্তর : জীবিত পিতা/স্বামী/মাতাকে ভুলক্রমে মৃত হিসেবে উল্লেখ করার কারণে পরিচয়পত্র সংশোধন করতে হলে সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয়পত্র দাখিল করতে হবে।
প্রশ্ন : ‘আমি অবিবাহিত। আমার কার্ডে পিতা না লিখে স্বামী লেখা হয়েছে’- এ ক্ষেত্রে কীভাবে সংশোধন করা যাবে?
উত্তর : সংশ্লিষ্ট উপজেলা/থানা/জেলা নির্বাচন কার্যালয়ে আপনি বিবাহিত নন মর্মে প্রমাণাদিসহ আবেদন করতে হবে।
প্রশ্ন : বিয়ের পর স্বামীর নাম সংযোজনের প্রক্রিয়া কী?
উত্তর : নিকাহনামা ও স্বামীর আইডি কার্ডের ফটোকপি সংযুক্ত করে এনআইডি রেজিস্ট্রেশন উইং/সংশ্লিষ্ট উপজেলা/থানা/জেলা নির্বাচন কার্যালয় বরাবর আবেদন করতে হবে।
প্রশ্ন : বিবাহবিচ্ছেদ হয়ে গেছে। এখন জাতীয় পরিচয়পত্র থেকে স্বামীর নাম কীভাবে বাদ দিতে হবে?
উত্তর : বিবাহবিচ্ছেদ সংক্রান্ত দলিল (তালাকনামা) সংযুক্ত করে এনআইডি রেজিস্ট্রেশন উইং/সংশ্লিষ্ট উপজেলা/থানা/জেলা নির্বাচন কার্যালয়ে আবেদন করতে হবে।
প্রশ্ন : বিবাহবিচ্ছেদের পর নতুন বিবাহ যাঁরা করেছেন, তাঁরা আগের স্বামীর নামের স্থলে বর্তমান স্বামীর নাম কীভাবে সংযুক্ত করবেন?
উত্তর : প্রথম বিবাহবিচ্ছেদের তালাকনামা ও পরবর্তী বিয়ের কাবিননামাসহ সংশোধন ফরম পূরণ করে আবেদন করতে হবে।
প্রশ্ন : জাতীয় পরিচয়পত্রে লেখা পেশা পরিবর্তন করতে হলে কী করতে হবে?
উত্তর : এনআইডি রেজিস্ট্রেশন উইং/উপজেলা/জেলা নির্বাচন কার্যালয়ে প্রামাণিক কাগজপত্র দাখিল করতে হবে। উল্লেখ্য, আইডি কার্ডে এ তথ্য মুদ্রণ করা হয় না।
প্রশ্ন : জাতীয় পরিচয়পত্রের ছবি অস্পষ্ট, ছবি পরিবর্তন করতে হলে কী করতে হবে?
উত্তর : এ ক্ষেত্রে নিজে সরাসরি উপস্থিত হয়ে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগে আবেদন করতে হবে।
প্রশ্ন : নিজ/পিতা/স্বামী/মাতার নামের বানান সংশোধন করতে আবেদনের সঙ্গে কী কী দলিল জমা দিতে হবে?
উত্তর : এসএসসি/সমমান সনদ, জন্ম সনদ, পাসপোর্ট, নাগরিকত্ব সদন, চাকরির প্রমাণপত্র, নিকাহ্‌নামা, পিতা/স্বামী/মাতার জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি জমা দিতে হয়।
প্রশ্ন : নিজের ডাক নাম বা অন্য নামে নিবন্ধিত হলে সংশোধনের জন্য আবেদনের সঙ্গে কী কী দলিল জমা দিতে হবে?
উত্তর : এসএসসি/সমমান সনদ, বিবাহিতদের ক্ষেত্রে স্ত্রী/স্বামীর জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি, হাকিম আদালতে (ম্যাজিস্ট্রেট কোর্ট) সম্পাদিত এফিডেভিট ও জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি, ওয়ারিশ সনদ, ইউনিয়ন/পৌর বা সিটি করপোরেশন হতে আপনার নাম সংক্রান্ত প্রত্যয়নপত্র।
প্রশ্ন : পিতা/মাতাকে ‘মৃত’ উল্লেখ করতে চাইলে কী কী সনদ দাখিল করতে হয়?
উত্তর : পিতা/মাতা/স্বামী মৃত উল্লেখ করতে চাইলে তাদের মৃত্যুর সনদ দাখিল করতে হবে।
প্রশ্ন : ঠিকানা কীভাবে পরিবর্তন/ সংশোধন করা যায়?
উত্তর : শুধু আবাসস্থল পরিবর্তনের কারণেই ঠিকানা পরিবর্তনের জন্য বর্তমানে যে এলাকায় বসবাস করছেন সেই এলাকার উপজেলা/থানা নির্বাচন কার্যালয়ে ফরম নম্বর ১৩-এর মাধ্যমে
আবেদন করা যাবে। তবে একই ভোটার এলাকার মধ্যে পরিবর্তন বা ঠিকানার তথ্য বা বানানগত কোনো ভুল থাকলে সাধারণ সংশোধনের আবেদন ফরমে আবেদন করে সংশোধন করা যাবে।
প্রশ্ন : বৃদ্ধ ও অত্যন্ত দরিদ্রদের বয়স্কভাতা বা অন্য কোনো ভাতা খুব প্রয়োজন। কিন্তু নির্দিষ্ট বয়স না হওয়ার ফলে কোনো সরকারি সুবিধা পাচ্ছেন না। লোকে যে বলে, জাতীয় পরিচয়পত্রে বয়সটা বাড়ালে ওই সব ভাতা পাওয়া যাবে?
উত্তর : জাতীয় পরিচয়পত্রে প্রদত্ত বয়স প্রামাণিক দলিল ব্যতীত পরিবর্তন সম্ভব নয়। উল্লেখ্য, প্রামাণিক দলিল তদন্ত ও পরীক্ষা করে তদন্তসাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হয়।
প্রশ্ন : একই পরিবারের বিভিন্ন সদস্যের কার্ডে পিতা/মাতার নাম বিভিন্নভাবে লেখা হয়েছে, কীভাবে তা সংশোধন করা যায়?
উত্তর : সবার কার্ডের কপি ও সম্পর্কের বিবরণ দিয়ে এনআইডি রেজিস্ট্রেশন উইং/উপজেলা/জেলা নির্বাচন কার্যালয়ে পর্যাপ্ত প্রামাণিক দলিলসহ আবেদন করতে হবে।
প্রশ্ন : পাস না করেও অজ্ঞতাবশত শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা তদূর্ধ্ব লিখেছেন, এখন বয়স বা অন্যান্য তথ্যাদি সংশোধনের উপায় কী?
উত্তর : হাকিম আদালতে (ম্যাজিস্ট্রেট কোর্ট) এসএসসি পাস করেননি, ভুলক্রমে লিখেছিলেন মর্মে হলফনামা করে এর কপিসহ সংশোধনের আবেদন করলে তা সংশোধন করা যাবে।
প্রশ্ন : জাতীয় পরিচয়পত্রে অন্য ব্যক্তির তথ্য চলে এসেছে। এ ভুল কীভাবে সংশোধন করা যাবে?
উত্তর : ভুল তথ্যের সংশোধনের পক্ষে পর্যাপ্ত দলিল উপস্থাপন করে এনআইডি রেজিস্ট্রেশন উইং/উপজেলা/জেলা নির্বাচন কার্যালয়ে আবেদন করতে হবে। এ ক্ষেত্রে বায়োমেট্রিক যাচাই করার পর সঠিক পাওয়া গেলে সংশোধনের প্রক্রিয়া করা হবে।
প্রশ্ন : রক্তের গ্রুপ অন্তর্ভুক্ত বা সংশোধনের জন্য কী করতে হয়?
উত্তর : রক্তের গ্রুপ অন্তর্ভুক্ত বা সংশোধন করতে রক্তের গ্রুপ নির্ণয়কৃত ডায়াগনস্টিক প্রতিবেদন দাখিল করতে হয়।
প্রশ্ন : বয়স/জন্ম তারিখ পরিবর্তন করার প্রক্রিয়া কী?
উত্তর : এসএসসি বা সমমানের পরীক্ষার সনদের সত্যায়িত ফটোকপি আবেদনের সঙ্গে জমা দিতে হবে। এসএসসি বা সমমানের সনদপ্রাপ্ত না হয়ে থাকলে সঠিক বয়সের পক্ষে সব দলিল উপস্থাপনপূর্বক আবেদন করতে হবে। আবেদনের পর বিষয়টি তদন্তপূর্বক প্রয়োজনে ডাক্তারি পরীক্ষা সাপেক্ষে সঠিক নির্ধারণ করে প্রয়োজনীয় সংশোধন করা হবে।
প্রশ্ন : স্বাক্ষর পরিবর্তন কীভাবে করতে হবে?
উত্তর : নতুন স্বাক্ষরের নমুনাসহ গ্রহণযোগ্য প্রমাণপত্র সংযুক্ত করে আবেদন করতে হবে। তবে স্বাক্ষর একবারই পরিবর্তন করা যাবে।
প্রশ্ন : জন্ম তারিখ যথাযথভাবে লেখা হয়নি, প্রামাণিক কোনো দলিল নেই, তারপরও কীভাবে সংশোধন করা যাবে?
উত্তর : সংশ্লিষ্ট উপজেলা/জেলা নির্বাচন কার্যালয়ে আবেদন করতে হবে। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
প্রশ্ন : একটি কার্ড কতবার সংশোধন করা যায়?
উত্তর : এক তথ্য শুধু একবার সংশোধন করা যাবে। তবে যুক্তিযুক্ত না হলে সংশোধন হবে না।
Share:

মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০১৬

ভুলবশত আপনার Android Phone থেকে ডিলেট হয়ে যাওয়া যেকোন ফরম্যাটের ফাইল খুব সহজেই ফিরিয়ে আনুন New System 100% Recovery

আসসলামু আলাইকুম। আপনারা কেমন আছেন ? আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন।
এন্ড্রয়েড থেকে অনাকাঙ্ক্ষিত ভাবে ডিলেট হয়ে যাওয়া যেকোন ফরম্যাটের ফাইল এন্ড্রয়েড মবাইল দিয়েই খুব সহজেই ফিরিয়ে আনুন।
App Name : Disk digger Pro.Apk
এইটা  একটি পেইড Android Apps . কিন্তু আজ আমি আপনাদের এই Apps টি ফ্রীতে দিলাম
Capture77
নিচের লিঙ্ক থেকে  Softwere  টি নামিয়ে নিন।
Download Disk digger Pro.Apk
আগেই বলে দিচ্ছি এটা রুট অ্যাপ অথাৎ রুট ইউজার সবাই এ অ্যাপ ব্যবহার করতে পারেন।
প্রয়োজন আর অপ্রয়োজনের বেড়াজালেই মানুষের জীবন আবদ্ধ। আজ যেটি প্রয়োজনীয় কাল সেটা অপ্রয়োজন হতেই পারে একিভাবে বিপরীত ভাবেও হতে পারে। সে যাহোক। এভাবেই যখন ভুলবশত কোন ফাইল ডিলেট হয়ে যাওয়ার পরে সেটির প্রয়োজন দেখা দেয় তখন আফসোসের আর শেষ থাকেনা। কিন্তু আপনি যদি রুট ইউজার হোন তাহলে এই আফসোস না করলেও চলবে।কারণ আপনার জন্য রয়েছে এই সমস্যার ই উত্তম সমাধান।।
gsgg Capture
Disk Digger Pro প্রায় দেড় থেকে দুই বছর জনপ্রিয়তার শীর্ষে থাকার পরেও ফাইল রিকোভারির সেরা অ্যাপ Disk digger তার বেটা ভার্সনে ছিলো। কিন্তু নিকট অতীতে এটি পূর্ণাঙ্গ ভার্সনে প্রকাশ পায়। আর এর কাজ নিয়ে কারো রি সন্দেহ নেই কারণ ফাইল রিকোভারির জন্য প্রথম পছন্দই এই অ্যাপ। এর মাধ্যমে আপনি প্রায় সকল ফরম্যাটের অডিও, ভিডিও, পিকচার, এপিকে ফাইল রিকোভার করতে পারবেন! ভুল হলে ক্ষমার চোখে দেখবেন। ভাল থাকবেন। আজকের মত এখানেই বিদায়।

Share:

খুব সহজেই পেনড্রাইভকে বুটেবল বানিয়ে যেকোন উইন্ডোজ সেটআপ দিন

বিসমিল্লাহির রাহমানির রাহিম। সবাই কেমন আছেণ? আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম খুব সহজেই কিভাবে পেনড্রাইভকে বুটেবল বানিয়ে যেকোন ধরনের উইন্ডোজ সেটআপ করতে পারেন। কারণ অনেক সময় আামাদের ডিভিডি ড্রাইভ নষ্ট থাকে, যার ফলে আমরা Windows xp, উইন্ডোজ সেভেন, উইন্ডোজ 8,
 উইন্ডোজ10 সেটআপ করতে পারি না। কিন্তু আপনার যদি একটি 8 জিবির পেনড্রাইভ থাকে তাহলে আর কোন চিন্তা করতে হবেনা। খুব সহজেই আপনি সেই 8 জিবির পেনড্রাইভকে বুটেবল বানিয়ে ফেলতে পারবেন
http://kabbokatha.blogspot.com/2016/05/wintoflash-software-free-download-full.html
Share:

সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৬

সব বাস কাউন্টারের ফোন নম্বর এবং "আন্তঃজেলা বাস ভাড়ার তালিকা জেনে রাখুন

 আসুন জেনে নেই বাংলাদেশের উল্লেখযোগ্য কিছু রুটের বাসের নাম, তাদের ভাড়া ও যোগাযোগের নম্বর। সুযোগ পেলে যারা দেশের এখানে-ওখানে ঘুরে বেড়াতে পছন্দ করেন তাদের কাজে আসবে এই পোস্টটা, সংগ্রহে রাখতে পারেন




ঢাকা- চট্টগ্রামঃ
• Hanif Enterprise = 480 TK (Non AC)
• Shyamoli Paribahan = 480 TK (Non AC)
• Unique Paribahan = 480 TK (Non AC)
• TR Travels = 480 TK (Non AC)
• Saudia = 480 TK (Non AC)
• Ena Transport = 480 TK (Non AC)
• S Alam Paribahan= 480 TK (Non AC)
• Tuba Line = 480 TK (Non AC)
• Year 71 Express = 480 TK (Non AC)
• Hanif Enterprise = 1000 TK (Volvo Economy Class)
• Hanif Enterprise = 1250 TK (Volvo Business Class)
• Shyamoli Paribahan = 1200 TK (Economy Class)
• TR Travels = 1250 TK (Hyundai Universe)
• Tuba Line = 850 TK (Economy Class)
• Tuba Line = 1050 TK (Business Class)
• Yellow Line = 1250 TK (Business Class)
• Desh Travels = 1250 TK (Business Class)
• Relax Transport = 1250 TK (Hyundai Universe)
• Saintmartin Paribahan = 850 TK (Economy Class)
• Saintmartin Paribahan = 1250 TK (Business Class)
• Shohagh Paribahan = 1050 TK (Scania Economy Class)
• Shohagh Paribahan = 1250 TK (Scania Business Class)
• Saudia Air Con= 1250 TK (Mercedes Benz Business Class)
• Green Line Paribahan = 1000 TK (Scania Economy Class)
• Green Line Paribahan = 1250 TK (Scania Business Class)
ঢাকা- কক্সবাজারঃ
• Hanif Enterprise = 800 TK (Non AC)
• Shyamoli Paribahan = 800 TK (Non AC)
• Unique Paribahan = 800 TK (Non AC)
• TR Travels = 800 TK (Non AC)
• Desh Travels = 800 TK (Non AC)
• Saudia = 800 TK (Non AC)
• S Alam Paribahan= 800 TK (Non AC)
• Tuba Line = 800 TK (Non AC)
• Year 71 Express = 800 TK (Non AC)
• Hanif Enterprise = 2000 TK (Volvo Business Class)
• Shyamoli Paribahan = 1500 TK (Economy Class)
• Shyamoli Paribahan = 1700 TK (Business Class)
• TR Travels = 2000 TK (Hyundai Universe)
• Desh Travels = 2000 TK (Business Class)
• Relax Transport = 2000 TK (Business Class)
• Tuba Line = 1600 TK (Economy Class)
• Shohagh Paribahan = 1700 TK (Scania Economy Class)
• Shohagh Paribahan = 2000 TK (Scania Business Class)
• Saintmartin Paribahan = 1450 TK (Economy Class)
• Saintmartin Paribahan = 2000 TK (Business Class)
• Soudia Air Con = 2000 TK (Mercedes Benz Business Class)
• Green Line Paribahan = 1500 TK (Scania Economy Class)
• Green Line Paribahan = 2000 TK (Scania Business Class)
• Green Line Paribahan = 2500 TK (Scania Sleeper Coach)
ঢাকা- টেকনাফঃ
• Hanif Enterprise = 900 TK (Non AC)
• Shyamoli Paribahan = 900 TK (Non AC)
• Unique Paribahan = 900 TK (Non AC)
• Saintmartin Paribahan = 1600 TK (Economy Class)
• Green Line Paribahan = 1700 TK (Scania Economy Class)
ঢাকা- বান্দরবনঃ
• S Alam Paribahan = 620 TK (Non AC)
• Hanif Enterprise = 620 TK (Non AC)
• Shyamoli Paribahan = 620 TK (Non AC)
• Unique Paribahan = 620 TK (Non AC)
• Shyamoli Paribahan = 950 TK (Economy Class)
• Saintmartin Paribahan = 950 TK (Economy Class)
• Saintmartin Paribahan = 1500 TK (Business Class)
ঢাকা- রাঙামাটিঃ
• Hanif Enterprise = 620 TK (Non AC)
• Shyamoli Paribahan = 620 TK (Non AC)
• Unique Paribahan = 620 TK (Non AC)
• S Alam Paribahan = 620 TK (Non AC)
• Dolphin Paribahan = 600 TK (Non AC)
• Shyamoli Paribahan = 800 TK (Economy Class)
ঢাকা- খাগড়াছড়িঃ
• Shyamoli Paribahan = 520 TK (Non AC)
• Saudia = 520 TK (Non AC)
• Eagle Paribahan = 520 TK (Non AC)
• S Alam Paribahan = 520 TK (Non AC)
• Shanti Paribahan = 520 TK (Non AC)
• Econo Service = 520 TK (Non AC)
• Saintmartin Paribahan = 900 TK (Economy Class)
ঢাকা- কাপ্তাইঃ
• Shyamoli Paribahan = 550 TK (Non AC)
• Saudia = 550 TK (Non AC)
• Dolphin Paribahan = 550 TK (Non AC)
• S Alam Paribahan = 550 TK (Non AC)
ঢাকা- নোয়াখালীঃ
• Himachol Express = 350 TK (Non AC)
• Ekushe Express = 350 TK (Non AC)
• Moon Line Enterprise = 350 TK (Non AC)
• Himachol Express = 400 TK (Economy Class)
• Ekushe Express = 400 TK (Economy Class)
• Moon Line Enterprise = 400 TK (Economy Class)
ঢাকা- লক্ষীপুরঃ
• Grameen Paribahan = 250 TK (Non AC)
• Jonaki Service = 250 TK (Non AC)
• Dhaka Express = 350 TK (Non AC)
• Econo Service = 350 TK (Non AC)
ঢাকা- ব্রাম্মনবাড়ীয়াঃ
• Tisha Enterprise = 200 TK (Non AC)
• Shohag Paribahan = 200 TK (Non AC)
ঢাকা- সিলেটঃ
• Hanif Enterprise = 470 TK (Non AC)
• Shyamoli Paribahan = 470 TK (Non AC)
• Unique Paribahan = 470 TK (Non AC)
• Ena Transport = 470 TK (Non AC)
• Green Line Paribahan = 950 TK (Scania Economy Class)
• Green Line Paribahan = 1200 TK (Scania Business Class)
ঢাকা- শ্রীমঙ্গলঃ
• Hanif Enterprise = 380 TK (Non AC)
• Shyamoli Paribahan = 380 TK (Non AC)
ঢাকা- ময়মনসিংহঃ
• Ena Transport = 220 TK (Non AC)
ঢাকা- নেত্রকোনাঃ
• Hazrat Shah Jalal (R) Paribahan = 270 TK (Non AC)
ঢাকা- গোপালগঞ্জঃ
• Sheba Green Line = 350 TK (Non AC)
• Golden Line = 350 TK (Non AC)
• Comfort Line = 350 TK (Non AC)
• Tungipara Express = 350 TK (Non AC)
• Dola Paribahan = 350 TK (Non AC)
• Tungipara Express = 400 TK (Economy Class)
• Dola Paribahan = 400 TK (Economy Class)
• Diganta Express = 450 TK (Economy Class)
ঢাকা- বরিশালঃ
• Hanif Enterprise = 500 TK (Non AC)
• Sonartori Paribahan = 500 TK (Non AC)
• Surovi Paribahan = 500 TK (Non AC)
• Eagle Paribahan = 500 TK (Non AC)
• Golden Line = 500 TK (Non AC)
• Sakura Paribahan = 650 TK (Economy Class)
ঢাকা- কুয়াকাটাঃ
• Kuakata Express = 500 TK (Non AC)
• Sonartori Paribahan = 650 TK (Non AC)
• Sakora Paribahan = 650 TK (Non AC)
• Surovi Paribahan = 750 TK (Non AC)
ঢাকা- খুলনাঃ
• AK Travels = 550 TK (Non AC)
• Hanif Enterprise = 550 TK (Non AC)
• Eagle Paribahan = 550 TK (Non AC)
• Shohagh Paribahan = 550 TK (Non AC)
• AK Travels = 1000 TK (Economy Class)
• Hanif Enterprise = 1200 TK (Economy Class)
• Eagle Paribahan = 1200 TK (Economy Class)
• Shohagh Paribahan = 1100 TK (Scania Economy Class)
• Shohagh Paribahan = 1300 TK (Scania Business Class)
• Green Line Paribahan = 1100 TK (Scania Economy Class)
ঢাকা- ঝিনাইদহঃ
• A.R Travels = 450 TK (Non AC)
• Royal Express = 450 TK (Non AC)
• JR Paribahan = 450 TK (Non AC)
• Sonartori Paribahan = 450 TK (Non AC)
• JR Paribahan = 700 TK (Economy Class)
• Royal Express = 800 TK (Economy Class)
ঢাকা- কুষ্টিয়াঃ
• Hanif Enterprise = 450 TK (Non AC)
• Shyamoli Paribahan = 450 TK (Non AC)
• JR Paribahan = 450 TK (Non AC)
• S.B. Super Deluxe = 450 TK (Non AC)
• S.B. Super Deluxe = 700 TK (Economy Class)
• S.B. Super Deluxe = 1000 TK (Hyundai Universe)
ঢাকা- যশোরঃ
• Hanif Enterprise = 480 TK (Non AC)
• Eagle Paribahan = 480 TK (Non AC)
• Shohagh Paribahan = 480 TK (Non AC)
• Hanif Enterprise = 1100 TK (Economy Class)
• Eagle Paribahan = 1100 TK (Economy Class)
• Shohagh Paribahan = 1000 TK (Scania Economy Class)
• Shohagh Paribahan = 1200 TK (Scania Business Class)
• Green Line Paribahan = 1000 TK (Scania Economy Class)
ঢাকা- বেনাপোলঃ
• Hanif Enterprise = 500 TK (Non AC)
• AK Travels = 500 TK (Non AC)
• S Alam Paribahan = 550 TK (Non AC)
• Eagle Paribahan = 550 TK (Non AC)
• Shohagh Paribahan = 600 TK (Non AC)
• Shohagh Paribahan = 1250 TK (Scania Economy Class)
• Shohagh Paribahan = 1450 TK (Scania Business Class)
• Green Line Paribahan = 1200 TK (Scania Economy Class)
ঢাকা- কলকাতাঃ
• Moitri Paribahan = 1350 (Volvo AC)
• Shohagh Paribahan = 670 TK (Non AC)
• Shyamoli Paribahan = 1700 TK (Business Class)
• Shohagh Paribahan = 1370 TK (Scania Economy Class)
• Shohagh Paribahan = 1570 TK (Scania Business Class)
• Green Line Paribahan = 1300 TK (Scania Economy Class)
ঢাকা- শিলিগুড়িঃ
• Shyamoli Paribahan = 1500 TK (Business Class)
ঢাকা- আগরতলাঃ
• Moitri Paribahan = 300 (Volvo AC)
ঢাকা- রাজশাহীঃ
• Hanif Enterprise = 450 TK (Non AC)
• Shyamoli Paribahan = 450 TK (Non AC)
• National Travels = 450 TK (Non AC)
• Desh Travels = 450 TK (Non AC)
• National Travels = 700 TK (Economy Class)
• Hanif Enterprise = 800 TK (Volvo Business Class)
• Desh Travels = 1000 TK (Hyundai Universe)
ঢাকা- সিরাজগঞ্জঃ
• SI Enterprise = 250 TK (Non AC)
• Ovi Enterprise = 250 TK (Non AC)
• Starlit Paribahan = 250 TK (Non AC)
ঢাকা- বগুড়াঃ
• Hanif Enterprise = 350 TK (Non AC)
• Shyamoli Paribahan = 350 TK (Non AC)
• S.R Travels = 350 TK (Non AC)
• Hanif Enterprise = 600 TK (Volvo Economy Class)
• Hanif Enterprise = 800 TK (Volvo Business Class)
• S.R Travels = 500 TK (Economy Class)
• Agomony Express = 550 TK (Economy Class)
ঢাকা- নওগাঁঃ
• Shyamoli Paribahan = 400 TK (Non AC)
• S.R Travels = 400 TK (Non AC)
• Dipjol Enterprise = 400 TK (Non AC)
• Dipjol Enterprise = 600 TK (Economy Class)
• S.R Travels = 600 TK (Economy Class)
• Shyamoli Paribahan = 600 TK (Economy Class)
• Shyamoli Paribahan = 700 TK (Business Class)
ঢাকা- চাপাই-নবাবগঞ্জঃ
• Hanif Enterprise = 500 TK (Non AC)
• Shyamoli Paribahan = 520 TK (Non AC)
• National Travels = 500 TK (Non AC)
• Desh Travels = 500 TK (Non AC)
• Aqib Enterprise = 500 TK (Non AC)
• Desh Travels = 1100 TK (Hyundai Universe)
ঢাকা- পাবনাঃ
• Alhamra Paribahan = 340 TK (Non AC)
• Sarkar Travels = 340 TK (Non AC)
• Pabna Express = 340 TK (Non AC)
• Shyamoli Paribahan = 400 TK (Non AC)
• Shyamoli Paribahan = 700 TK (Economy Class)
• Sarkar Travels = 500 TK (Economy Class)
• Sarkar Travels = 700 TK (Business Class)
• Pabna Express = 500 TK (Economy Class)
• Pabna Express = 800 TK (Hyundai Universe)
ঢাকা- রংপুরঃ
• Hanif Enterprise = 500 TK (Non AC)
• Shyamoli Paribahan = 500 TK (Non AC)
• Nabil Paribahan = 500 TK (Non AC)
• S.R Travels = 500 TK (Non AC)
• S.R Travels = 700 TK (Economy Class)
• Agomony Express = 780 TK (Economy Class)
• Hanif Enterprise = 800 TK (Volvo Economy Class)
• Hanif Enterprise = 1000 TK (Volvo Business Class)
• Nabil Paribahan = 1200 TK (Scania Business Class)
• Dipjol Enterprise = 1200 TK (Hyundai Universe)
ঢাকা- গাইবান্ধাঃ
• Hanif Enterprise = 450 TK (Non AC)
• Shyamoli Paribahan = 450 TK (Non AC)
• S.R Travels = 450 TK (Non AC)
• S.R Travels = 600 TK (Economy Class)
ঢাকা- দিনাজপুরঃ
• Hanif Enterprise = 600 TK (Non AC)
• Shyamoli Paribahan = 600 TK (Non AC)
• Nabil Paribahan = 600 TK (Non AC)
• Nabil Paribahan = 1000 TK (Economy Class)
• Nabil Paribahan = 1400 TK (Scania Business Class)
ঢাকা- কুড়িগ্রামঃ
• Shyamoli Paribahan = 600 TK (Non AC)
• Nabil Paribahan = 550 TK (Non AC)
• Nabil Paribahan = 800 TK (Economy Class)
ঢাকা- লালমনিরহাটঃ
• Hanif Enterprise = 550 TK (Non AC)
• Shah Ali Paribahan = 550 TK (Non AC)
• Nabil Paribahan = 550 TK (Non AC)
• Manik Express = 550 TK (Non AC)
• Nabil Paribahan = 850 TK (Economy Class)
• SR Travels = 750 TK (Economy Class)
• Manik Express = 700 TK (Economy Class)
• Manik Express = 800 TK (Business Class)
ঢাকা- ঠাকুরগাঁওঃ
• Hanif Enterprise = 600 TK (Non AC)
• Nabil Paribahan = 600 TK (Non AC)
• Nabil Paribahan = 1000 TK (Economy Class)
• Hanif Enterprise = 1100 TK (Volvo Economy Class)
• Hanif Enterprise = 1400 TK (Volvo Business Class)
ঢাকা- পঞ্চগড়ঃ
• Hanif Enterprise = 650 TK (Non AC)
• Nabil Paribahan = 650 TK (Non AC)
• Nabil Paribahan = 1100 TK (Economy Class)
• Hanif Enterprise = 1200 TK (Volvo Economy Class)
• Hanif Enterprise = 1500 TK (Volvo Business Class)
কক্সবাজার ও সেন্টমার্টিনে হোটেল বুকিং, ঢাকা-কক্সবাজার-টেকনাফ বাস টিকেট, সেন্টমার্টিন যাওয়ার শিপের টিকেটের প্রয়োজন হলে ফোন করুন নিচের নম্বরে-
+8801816 58 57 57
বাস কাউন্টারের ফোন নম্বরঃ (বর্ণের ক্রমানুসারে)
Ahsan Enterprise: 01912-707333
AK Travels: 02-7195799, 01191-620642, 01191-620643
Akota Paribahan: 01711-103191
Al Mobarak Paribahan: 01731-748800, 01922-182080
Anik Mahmud Enterprise: 01725-284020
Ara Paribahan Pvt. Ltd.: 01733-036003, 01733-036002
Asia Exclusive: 01715-986215, 01712-154972
Aziz Travels: 01917616098, 01931-134490
Azmir Paribahan: 01712-627618, 01718-907092
Babul Enterprise: 01711-119372
Baghdad Express: 01730-046040
Banaful Transport: 01712-150072, 01723-385371, 01879-996853
Bilash Service: 01974-474427, 01974-474428, 01974-474429
Buriganga Special Paribahan: 01831-755154, 01776-347467
Desh Paribahan Pvt. Ltd: 01922-105062
Dhaka Express: 02-7101725, 01712-905510
Dola Paribahan Ltd: 01552-462852
Dream Line Special: 01835-088321, 01835-088320
Eagle Paribahan: 02-9006700
Econo Service: 01721-942474, 01715-300165
Ehsan Paribahan: 01191-869697, 01915-523530, 01198-386161
Ena Paribahan: 01924764571, 01716131481
Grameen Service Pvt. Ltd.: 01736-176655, 01770-806100
Greenline: 02-7192300, 02-7191900, 01730-060080
Hamim Paribahan Pvt. Ltd.: 01716-895321, 01819-954495
Hanif Enterprise: 0173-402670, 01713-402671, 01713-402673
Kakoli Enterprise: 01710-330777, 01714-393828
Karnaphuli Paribahan: 01674-805164
Karnaphuli Special Paribahan: 01926-186782
Keya Paribahan: 02-9000812, 01193-255944, 01193-255943
Kuakata Express: 01761-784382, 01682-903813
Lucky Enterprise: 01715-329981
Mamun Enterprise: 01711-337851, 01718-438732, 01912-064032
Meghna Travel Pvt ltd: 01714-831666 01933-235376, 01672-609222, 01719-017362
Modern Enterprise: 01746-037071, 01726-717226
N Islam Enterprise: 01682-634811
Nabil Paribahan: 02-8127949, 02-8018076
Nazim Paribahan: 01765-450793, 01765-450794
Nirala Paribahan: 01711-595776
NP Paribahan: 01916-967678
Ontora Paribahan: 01682-903813, 01718-177888
Ovi Enterprise: 01730-186207, 01199-122345
Pabna Express: 01711-024088
Parjatak Paribahan: 01746-487181, 01719-813004
Rabeya Special: 01675-808820
Rajib Special: 01712-060146, 01711-035351
Rumin Paribahan Ltd.: 01772-950140, 01772-950141
Ruposi Bangla Paribahan: 02-7194306, 01710-324840
S Alam Service: 02-9331868, 02-8315087, 01917-720395
SA Paribahan: 01916-712614, 01915-375887
Sakura Paribahan: 02-8021184, 01190-658772, 01729-556677
SB Super Delux: 02-9009586, 01199-340748
Seba Chair Coach: 01916-977108, 01199-489152
Shah Fateh Ali Paribahan: 01193-221085, 01191-680687
Shahi Service: 01973-399020, 01973-399021
Shohagh Paribahan: 02-9344477, 01711-612433
Shyamoli Paribahan: 02-8360241, 01716-942158, 02-8124881, 02-9124514
SI Enterprise: 01746-037071, 01711-944023
Silk Line: 01714-087563
Sky Line Express: 01737-595463, 01190-300010, 01746-379215
Soudia Paribahan: 01919-654935
SP Golden Line: 047163380, 047164709, 047164710, 01740-543136
SR Travels: 02-8013793, 02-8019312, 01711-394801
Star Line Paribahan: 01973-259653
Sugandha Paribahan: 01728-561366, 01719-813004, 01716-878556
Sundarban Service Pvt Ltd: 01675-943578, 01818-529008, 01672-755338, 01720-220272
Swapna Shanto Special: 01718-747480, 01718-159791
Tisha Bus Service: 02-9359357, 01924-558664, 01913-409288, 01675-315856, 01713-526726
TR Travels: 01191-494865, 02-8031189, 01191-494864, 01191-494863
Tungipara Express: 01712-726140, 01716-211642
Ultra Modern Paribahan: 01714-989161
Unique Service: 02-9002710, 01190-806447, 01821-498833
United Paribahan: 01724-024233, 01716-515799

কক্সবাজার ও সেন্টমার্টিনে হোটেল বুকিং, ঢাকা-কক্সবাজার-টেকনাফ বাস টিকেট, সেন্টমার্টিন যাওয়ার শিপের টিকেটের প্রয়োজন হলে ফোন করুন নিচের নম্বরে-
+8801816 58 57 57
উপরের তালিকায় যে সব রুটের বাসের তথ্য দিতে পারি নাই সেসব রুটে চলাচলকারী কেউ বাসের নাম ও ভাড়ার পরিমাণ লিখে কমেন্ট করুন, আমরা মূল পোষ্টে এড করে নিবো ।
Share:

ফেসবুক ও ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার সবচেয়ে সহজ কৌশল


আমরা যারা ফেসবুক বা ইউটিউবের ভিডিও
দেখি চাইলেই ডাউনলোড
করতে পারিনা, এজন্য বিভিন্ন
কৌশল ব্যবহার করতে হয়। আজ
আপনাদের দেখাবো সবচেয়ে সহজ
উপায়ে কি ভাবে ভিডিও ডাউনলোড করা যায়। ফেসবুক থেকে ভিডিও
ডাউনলোড করার প্রথমে downvids.net এই
সাইটে যান। তারপর এখানে আপনার
ফেইসবুক ভিডিও লিংক
দিয়ে ডাউনলোড ক্লিক করুন । এবার Download This Video ক্লিক
করে কিছুক্ষণ
অপেক্ষা করে ফেসবুকের ভিডিও
টি ডাউনলোড করে নিন।



 এবার
দেখাবো ইউটিউব থেকে ভিডিও
ডাউনলোড করার সবচেয়ে সহজ উপায়। ইউটিউব থেকে ভিডিও
ডাউনলোড
করার জন্য প্রথমে এই সাইটে যান । তারপর
এখানেইউটিউব ভিডিও লিংক দিয়ে ডাউনলোড ক্লিক
করুন । 



এবার আপনি কোন FLV. MP4,
3Gp,
WEBM ফরম্যাটে ডাউনলোড
করতে চান
তা ডান পাশ থেকে পছন্দ করে ক্লিক করুন, দেখবেন ডাউনলোড শুরু
হয়ে যাবে। এই লিংক
থেকে youtube ছাড়াও একই
পদ্ধতিতে
rapidshare , vimeo,
filefactory থেকে ফাইল নামাতে পারবেন।
Share:

একটি ভালো মানের মাদারবোর্ড কেনার আগে যে বিষয় গুলো জানা প্রয়োজন ।

 কম্পিউটরের সব থেকে গুরুত্বপূর্ন হার্ডওয়্যার হল মাদারবোর্ড। কম্পিউটরে ব্যবহৃত সবরকম যন্ত্রই এই বোর্ডের সাথে যুক্ত থাকে।
ইনটেল চিপসেট ব্যবহার করে মাদারবোর্ড তৈরী করে, এমন অনেক কোম্পানি আছে, কিন্তু তাদের মধ্যে উল্লেখযোগ্য যেমন আসুস, গিগাবাইট, এম.এস.আই, ইত্যাদি, তবে ইন্টেল নিজেও মাদারবোর্ড তৈরী করে। এগুলি যেকোন একটি ব্যবহার করে আপনি একটি ভালো মানের কম্পিউটর তৈরী করতে পারবেন।

বর্তমানে বিভিন্ন কোম্পানির তৈরী ভালো মানের মাদারবোর্ড বাজারে পাওয়া গেলেও , যাদের সার্ভিস ভালো সে সব কোম্পানির বোর্ড-ই কেনা ভাল। একটি ভালো মানের মাদারবোর্ড কিনতে আপনি যে বিষয় গুলো খেয়াল রাখবেন।

নিচে অনেক গুলো টিপস দেওয়া হলঃ-
১. প্রথম যে বিষয় টি সবচেয়ে গুরুত্বপূর্ণ, তা হল আপনি কি প্রসেসর ব্যাবহার করেন, তার উপর নির্ভর করবে আপনি কোন মাদারবোর্ড কিনবেন।
২. এরপর যা লক্ষ্য রাখতে হবে তা হল, মাদারবোর্ডটিতে কি ধরনের মেমোরির ব্যবহারের সুবিধা আছে (ডি.ডি.আর-২, ডি.ডি.আর-৩, ইত্যাদি ) এবং যে পরিমান মেমরি আপনি চাইছেন তা এই মাদারবোর্ডটিতে ব্যাবহার করা যাবে কিনা।
৩. প্রসেসর ও মাদারবোর্ডের বাস স্পিড কত এবং এগুলোর মধ্যে সামঞ্জস্য আছে কিনা তা দেখে নিবেন। স্পিড বেশি হলে কাজের ক্ষেত্রে স্বাচ্ছন্দ্য অনুভব করবেন।
৪. মাদারবোর্ডে কতগুলো ইউ.এস.বি পোর্ট আছে তা দেখে নিন। যত বেশি পোর্ট থাকবে তত বেশি ইউ.এস.বি ডিভাইস ব্যবহারের সুযোগ পাবেন। এখনকার বেশীরভাগ মাদারবোর্ডে ইউ.এস.বি-৩ পোর্ট ব্যবহৃত হয়ে থাকে।
৫. মাদারবোর্ডে হার্ডডিস্ক লাগানোর জন্য কয়টি SATA পোর্ট আছে তা দেখে নিন। বেশি পোর্ট থাকলে সেটি অবশ্যই ভাল। ৬. আপনি যদি ভিডিও এডিটিং বা ক্যাপচারিং জাতীয় কাজ করতে চান তাহলে মাদারবোর্ডে পি.সি.আই স্লট আছে কিনা খেয়াল রাখতে হবে। মাদারবোর্ডে কি কি ধরনের স্লট এবং কয়টি করে আছে তাও দেখে নিন।
৭. আপনার যদি সি.পি.ইউ -এর ওভারক্লকিং এর প্রয়োজন আছে বলে মনে করেন, তবে খেয়াল রাখবেন মাদারবোর্ডটিতে সি.পি.ইউ ওভারক্লকিং এর সুবিধা আছে কিনা।
Share:

Categories

Sample Text

Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation test link ullamco laboris nisi ut aliquip ex ea commodo consequat.

Duis aute irure dolor in reprehenderit in voluptate another link velit esse cillum dolore eu fugiat nulla pariatur.

Definition List

Definition list
Consectetur adipisicing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua.
Lorem ipsum dolor sit amet
Consectetur adipisicing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua.